হেলিকপ্টার থেকে খাবার দেয়া হচ্ছে প্রাণীদের

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১২:৫২

সাহস ডেস্ক

র্দীঘ সময় ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। প্রাণ হারিয়েছে লাখ লাখ পশু-পাখি, যা কয়েক দশকেও পূরণ হওয়ার নয়। আহত প্রাণীরা জঙ্গল ছেড়ে লোকালয়ে যাওয়ার চেষ্টা করছে, মানুষ দেখলেই জড়িয়ে ধরছে।

এদিকে খাবারের অভাবে মৃত্যুর দোরগোড়ায় আরও কয়েক কোটি বন্যপ্রাণী। এ পরিস্থিতি সামলাতে সাধ্যমতো চেষ্ট চালাচ্ছে দেশটির ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস।

সম্প্রতি হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে অস্ট্রেলিয়ার দাবানলে দুর্গত পশুদের জন্য গাজর ও মিষ্টি আলু। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের শক্তি ও পরিবেশমন্ত্রী ম্যাট কিন সে ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, অপারেশন রক ওয়ালাবাই অভিযানে কর্মীরা কয়েক কেজি মিষ্টি আলু ও গাজর হেলিকপ্টার থেকে ফেলেছে। এ ছবির পাশাপাশি আরও একটি ছবি পোস্ট করেছেন কিন। যেখানে এক বন্যপ্রাণীকে গাজর খেতে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে দাবানলের গ্রাসে পড়ে অস্ট্রেলিয়া। ধ্বংস হয়ে যায় প্রায় ২০০০ বাড়ি। প্রাণ যায় ১০০ কোটিরও বেশি বন্যপ্রাণীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত