আফগানিস্তানে ভারি তুষারপাত ও বৃষ্টি, নিহত ১৭

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১১:৫৮

সাহস ডেস্ক

আফগানিস্তানে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে দেশটির কয়েকটি অংশে ভারি তুষারপাত ও প্রবল বৃষ্টি হওয়ায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

আফগান আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে চরম আবহাওয়া নতুন কিছু নয়। তবে চলতি বছর আবহাওয়া অতি চরম রূপ ধারণ করেছে।

দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা মাইনাস ১২ সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। ভারি তুষারপাতে নতুন বছর শুরু হওয়ার পর থেকে কাবুল-কান্দাহার মহাসড়ক, সালাঙ্গ টানেলসহ বেশ কয়েকটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে রয়েছে।

দেশটির অপর কয়েকটি অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, আসছে সপ্তাহগুলোতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত