মার্কিন ঘাটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১১:৩৪

সাহস ডেস্ক

বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন সেনাদের একটি সামরিক ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে এ হামলায় কারও মৃত্যু না হলেও আহত হয়েছেন ৪ ইরাকি সেনা।

রবিবার (১২ ডিসেম্বর) রাতে ‘আল বালাদ’ ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ছয়টি রকেট ছোঁড়া হয়। এটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।  এ ঘটনায় তিন ইরাকি নিরাপত্তারক্ষী এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

যুক্তরাষ্ট্র ড্রোন দিয়ে বাগদাদে অবস্থানরত ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরান-যুক্তরাষ্ট্র মধ্যকার উত্তেজনার মধ্যেই ফের এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটল। যদিও ভয়াবহ এই আক্রমণের দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত