ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১৪:২০

সাহস ডেস্ক

ইউক্রেনের বিমান ভূপাতিত করার বিষয়টি স্বীকার করে নেয়ার পর ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে।

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সেই বিমান বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় শোক ঘোষণা করে ইউক্রেন। ইরান দোষ স্বীকার করে নেয়ার পর এ ঘটনায় শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছে তারা। 

এদিকে বিক্ষোভকারীরা খামেনিকে খুনী ও অবৈধ শাসক হিসেবে আখ্যা দেন। হাজার হাজার মানুষ ইরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের তৈরি সঙ্কটের কারণে এমন মানবিক ভুল হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ৮২ ইরানিয়ান, ৬৩ কানাডিয়ান, ১১ ইউক্রেনিয়ান, ১০ সুইডিশ, চার আফগান, তিন জার্মান ও তিন ব্রিটেন নাগরিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত