মার্কিন ড্রোন হামলায় নিহত ৬০

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২০, ১৭:০১

সাহস ডেস্ক

তালেবানদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ্যবিহীন বিমানগুলো। এসব হামলায় আফগানিস্তানে ৬০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) হামলা সম্পর্কে হেরাত প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানায়, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের তালেবান স্প্লিন্টার গ্রুপের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে চালানো মার্কিন ড্রোন হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইরান সীমান্তের নিকটবর্তী শিন্দান্দ জেলায় মোল্লা নাঙ্গায়াল নামে এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন।

আফগানিস্তানে ন্যাটোর মিশন রেজলিউট সাপোর্ট, এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, এটি আফগান বাহিনীর সমর্থনে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা।

এদিকে এক তালেবান প্রতিনিধির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করবে না। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাত্র একদিন পরই এ কথা বলেছেন তালেবানদের আলোচক দলের সদস্য সুহালি শাহিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত