ইউক্রেনের বিমানটি ইরানের ক্ষেপণাস্ত্রেই বিধ্বস্ত: ট্রুডো

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২০, ১৩:১২

সাহস ডেস্ক

তেহরানে ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয়েছে, এমনটাই বলছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিমানটি মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে বিধ্বস্ত হলে সব আরোহী নিহত হন। এ দুর্ঘটনার পূর্ণাঙ্গ ও বিশদ তদন্ত করার দাবি জানিয়েছে কানাডা ও যুক্তরাজ্য।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তাঁর কাছে একাধিক গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য ইঙ্গিত করছে, ভূমি থেকে বাতাসে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে, তা অনিচ্ছাকৃতও হতে পারে বলে জানান ট্রুডো। খবর বিবিসি।

এখনই কারো ওপর দোষ চাপানো কিংবা কোনো উপসংহার টানার সময় আসেনি। এছাড়া গোয়েন্দা সূত্রের তথ্য-প্রমাণের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান ট্রুডো।

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে অন্তত ৬৩ জন কানাডার নাগরিক ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত