জর্ডানের প্রথম নারী পাইলট প্রিন্সেস সালমা

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২০, ১২:৩০

সাহস ডেস্ক

জর্ডানের প্রথম নারী পাইলট হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহ। তিনিই দেশটির প্রথম নারী পাইলট।

জর্দানের বিমানবাহিনীর বক্তব্যের বরাতে শুক্রবার (১০ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে ‘জেরুজালেম পোস্ট’।

এ বিষয়ে বিমানবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জর্ডানের প্রথম নারী পাইলট হয়েছেন প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহ। এ ক্ষেত্রে তাত্ত্বিক এবং ব্যবহারিক পাইলট প্রশিক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে তাকে। প্রিন্সেস সালমার বয়স এখন ১৯ বছর।

২০১৮ সালে যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে একটি সংক্ষিপ্ত কমিশন কোর্স সম্পন্ন করেন তিনি। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিও এখান থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত