ইরানের হামলায় মার্কিন ঘাঁটি রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ১৭:০২

সাহস ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ‘আইন আল-আসাদে’র রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। ইরাকি সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ দাবি করেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকালের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ওই হামলায় মার্কিন ঘাঁটিটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

রয়টার্সের খবরে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটির সাতটি ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা বসবাস করেন।

বাণিজ্যিক উপগ্রহ কোম্পানি প্লানেট ল্যাবস দুটি ছবি প্রকাশ করেছে। রয়টার্স এই ছবি পর্যালোচনা করেছে। গত বছরের ২৫ ডিসেম্বরের ছবিগুলোর সঙ্গে বুধবারের হামলার পর ক্ষয়ক্ষতির তুলনা করা সম্ভব হয়েছে।

অবকাঠামোর অন্তত তিনটি কাঠামো বিমান ব্যবস্থাপনা হ্যাংগার হিসেবে ব্যবহার করা হয়। কিছু কিছু ভবন পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। তাদের কিছু অংশ রয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ায় মন্টারিতে মিডলবুরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেফরি লুইস বলেন, ‘ঘাঁটির মার্কিন অংশকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। তারা এটাকে আঘাত করতে চেয়েছে এবং আঘাত করেছে।’

খবর- ইরাকি সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত