পারস্য উপসাগরে বিমান চলাচল বন্ধের ঘোষণা

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২০, ১৩:৩০ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০, ১৭:০৮

অনলাইন ডেস্ক

ইরাকে মার্কিন দুই সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার সূত্র ধরে পারস্য উপসাগরীয় এলাকায় বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এক বিবৃতিতে জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আল-আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা প্রেক্ষিতে পারস্য উপসাগরে সকল বেসামরিক বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে মার্কিন ঘাঁটিগুলোতে টানা দ্বিতীয় ধাপে হামলা শুরু করে তেহরান। প্রথম হামলা চালানোর মাত্র এক ঘণ্টার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দ্বিতীয় দফায় আক্রমণ করতে থাকে।

এবারের হামলায় এখন পর্যন্ত অধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কঠোর প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়।

পেন্টাগনের মতে, ইরাকে মার্কিন সেনা ও মিত্র বাহিনীর ওপর এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য মূল্যায়ন করা হচ্ছে।