লিবিয়ার সামরিক স্কুলে হামলা, নিহত ২৮

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২০, ১৩:৪৯

সাহস ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি সামরিক বিদ্যালয়ে চালানো রকেট হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (৪ জানুয়ারি) পরিকল্পিতভাবে মর্মান্তিক এ হামলাটি চালানো হয়। এখন পর্যন্ত বিষয়টির বিস্তারিত কিছু জানা না গেলেও জেনারেল হাফতারের অনুসারী বিদ্রোহী সেনারাই এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার শুরু থেকেই বিদ্রোহী নেতা জেনারেলের হাফতারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করে আসছে। যা এখনো অব্যাহত আছে।

হামলার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তবে এই হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত