আফগান চেকপয়েন্টে হামলা, নিহত ৩৬

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২০, ১৩:৪৯

সাহস ডেস্ক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তিন প্রদেশের বেশ কয়েকটি চেকপয়েন্টে চালানো তালেবান গেরিলাদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

কুন্দুজ প্রদেশের কাউন্সিল প্রধান মোহাম্মদ ইউসুফের বরাত দিয়ে জানায়, বুধবার (১ জানুয়ারি) ভোররাতে প্রদেশের ডাশতি আচি জেলার পুলিশ চেকপয়েন্টে চালানো হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১০ সদস্য নিহত এবং আরো চারজন আহত হন।

বাল্খ প্রদেশের পুলিশ প্রধান আজমাল ফাইয়াজ জানান, বুধবার সকালে তালেবান গেরিলারা একটি চেকপয়েন্টে হামলা চালায়। এতে অন্তত নয় পুলিশ নিহত হয়। এখানে অবস্থারত বাকি চার পুলিশের অবস্থা এখনও জানা যায়নি।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ইতিমধ্যে বালখ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন।

এসব হামলার পর চেকপয়েন্টের নিরাপত্তা রক্ষার জন্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে হামলা জোরদার করেছে তালেবান যোদ্ধারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত