লিবিয়ায় সরকারি হামলা, নিহত ১০ সেনা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১২:০৮

সাহস ডেস্ক

লিবিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা খলিফা হাফতারের অনুগত সেনারা। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাহিনীটির অন্তত ১০ সদস্যের প্রাণহানি ঘটেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী সেনাদের সংঘর্ষটি ঘটে।

বিশ্লেষকদের মতে, গত কয়েক মাস যাবত ত্রিপোলি দখলের চেষ্টা করছিল হাফতার বাহিনী। যদিও এখন পর্যন্ত তারা সফলতা পায়নি।

সেখানে কার্যত দুটি সরকার তৎপর রয়েছে। একদিকে জেনারেল হাফতার সমর্থিত পূর্বাঞ্চলীয় তবরুক শহর-ভিত্তিক সরকার। অপর দিকে রয়েছে জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকার। ইউরোপের দেশ তুরস্কসহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র এই সরকারের পক্ষে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত