আফগানিস্তানে বায়ুদূষণে নিহত ১৭

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২০, ১১:১৫

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুল ও এর আশপাশে বিপজ্জনক মাত্রায় দূষণ বৃদ্ধি পাওয়ায় শ্বাস-প্রশ্বাসের সংক্রমণে আক্রান্ত হয়ে নারী-শিশুসহ অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আফগান গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের উপমন্ত্রী ফিদা মোহাম্মদ পাইকান বলেছেন, চলতি সপ্তাহে ফুসফুসের সমস্যাসহ বায়ুদূষণ জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে নয় হাজারের মতো রোগী হাসপাতালে ভর্তি হন। স্থানীয় ব্যবসায়ীরাই কাবুলের এই বায়ুদূষণের জন্য দায়ী। কেননা তারা পরিবেশের কোনো তোয়াক্কা ছাড়াই বায়ুদূষণ করে যাচ্ছে।

বায়ুদূষণের দায়ে এখন পর্যন্ত তিনটি ওয়েডিং হল ও দুটি প্রোপার্টি ম্যানেজমেন্ট অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

আফগান প্রেসিডেন্ট দেশটির মিউনিসিপালিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল এজেন্সিকে সংকট নিরসনে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।