নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ১৪ সেনা

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৬

অনলাইন ডেস্ক

নাইজারে সন্ত্রাসী হামলায় ১৪ সেনাসদস্য নিহত হয়েছেন। ইসলামপন্থি সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

পশ্চিম আফ্রিকার দেশটির কর্তৃপক্ষের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘সিজিটিএন আফ্রিকা’।

প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নিহত সেনারা নাইজারের সানাম গ্রামে নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তখনই হামলা চালায় ইসলামপন্থি সন্ত্রাসীরা।

এর আগে গত ১০ ডিসেম্বর দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালানো হয়। এতে নিহত হন অন্তত ৭১ জন সেনাসদস্য।