অস্ট্রেলিয়ার দাবানলে ক্রিসমাস ট্রি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৩:০২

সাহস ডেস্ক

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে কমপক্ষে প্রায় ৭০০ বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ লাখ একরের বেশি কৃষিজমি। দাবানলে বিপর্যন্ত অস্ট্রেলিয়া।

এর প্রভাব পড়েছে এবারের বড়দিনের উৎসবেও! এর প্রতীক হিসেবে ক্রিসমাস ট্রি থেকে উধাও হয়ে গেছে সবুজ। তার বদলে সিডনির ব্যবসায়িক কেন্দ্রস্থলে শোভা পাচ্ছে পোড়া সাইকেল ও কাঠ দিয়ে তৈরি কালো দগ্ধ ক্রিসমাস ট্রি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, দাবানল ক্রমেই বেড়ে চলেছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। 

এ ঘটনায় নতুন করে কয়েকশ’ বাড়িঘর দাবানলে পুড়ে গেছে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই দমকলকর্মী নিহত হন।

এই অবস্থায় হাওয়াইয়ে পারিবার নিয়ে ছুটি কাটাতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ফলে বাধ্য হয়ে সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হন তিনি। 

দেশে এ ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, এ ভয়াবহ অবস্থায় আমি পরিবার নিয়ে ছুটি কাটাতে যাওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী।

একই সঙ্গে আশ্বাস দিয়ে তিনি প্রধানমন্ত্রী বলেন, আশা করছি দাবানল নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের দমকলবাহিনী বিশ্বসেরা। তারা মুহূর্তেই সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত