মহারাষ্ট্রে ৯ নারীসহ ১২ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩

সাহস ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৯ নারীসহ অন্তত ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাজ্য পুলিশের সন্ত্রাসবাদ দমন শাখা জানিয়েছে, তল্লাশি চলাকালে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

রাজ্যের অ্যাসিসট্যান্ট পুলিশ ইন্সপেক্টর মানসিং পাতিল বলেছেন, বইসার এলাকায় ১২ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে, সোমবার (১৬ ডিসেম্বর) এমন তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে অভিযানটি চালানো হয়। এ সময় বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।’

পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিদের কাছে ভারতে বসবাসের জন্য বৈধ কোনো নথিপত্র ছিল না। এরই মধ্যে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিস্তর তদন্ত চালানো হচ্ছে।

ভারতজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরির কার্যক্রম চলছে। এমন ঢেউ ওঠার পরপরই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুটি সামনে চলে আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত