পুরো ব্রিটেন ঢেকে যেতে পারে বরফে

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:০২

অনলাইন ডেস্ক

প্রবল তুষারপাতের সতর্কতা জারি হয়েছে রাজধানী শহর লন্ডনসহ ব্রিটেনের একাধিক এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ২ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে যেতে পারে লন্ডনসহ পুরো ব্রিটেন।

সপ্তাহের শুরুতেই ঝেঁপে বৃষ্টি নেমেছিল লন্ডনে। আর সেই বৃষ্টি থামতেই জোরাল ঠাণ্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লন্ডনের তাপমাত্রা ৭ ডিগ্রি। পরিস্থিতি এমনই যে ইতোমধ্যেই ব্রিটেনের বেশ কিছু শহরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

ইংল্যান্ডের বিভিন্ন এলাকাসহ উত্তর আয়ারল্যান্ডের পারথ, উত্তর ওয়েলস বরফের চাদরে ঢেকে গিয়েছে। হিমাঙ্কের পাঁচ ডিগ্রি নীচে রয়েছে গোটা ব্রিটেনের তাপমাত্রা। এছাড়া মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের তাপমাত্রা ছিল ২ ডিগ্রি এবং উত্তর ওয়েলসে ১ ডিগ্রিতে।

ইংল্যান্ডে এই বছরের শীত রাশিয়ার হাড় হিম করা ঠাণ্ডাকেও হার মানাবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।