ইরানের হামলা মার্কিন ঘাঁটিতে

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৯

সাহস ডেস্ক

মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করেই ইরাকের সামরিক ঘাঁটিতে রকেট হামলা হচ্ছে। এ কারণে হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বলছে, ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরান ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি করছে।

গত ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানায়, তারা হামলার আশঙ্কা করছে। এরপর ৬ ডিসেম্বর মার্কিন কর্মকর্তা ডেভিড সেনকার বলেন, হামলার পেছনে ইরান জড়িত। যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রমাণের অপেক্ষায় আছে।

চলতি বছরের শুরুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনা দেখা দিলে ইরাক থেকে অনেক কর্মকর্তা সরিয়ে নেয় মার্কিন প্রশাসন। যদিও বাগদাদে এখনও অনেক মার্কিন সেনা রয়ে গেছে।

প্রসঙ্গত, বুধবার রাতে বাগদাদের কাছে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে রকেট হামলা হয়। এ সময় দুটি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত