ব্রিটিশ এমপি হিসেবে ফের টিউলিপ ও রূপা নির্বাচিত

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:১৯

সাহস ডেস্ক

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে এ নির্বাচনের ভোট গণনা। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি এবং জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি।

সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী ৬৫০টি আসনের মধ্যে ৫০৭ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৬৫ আসন এবং লেবার পার্টি পেয়েছে ১৭৬ আসন। এতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচনে দুই দলের হয়ে যারা লড়ছেন, তাদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি বংশোদ্ভূত। এদের মধ্যে আলোচনায় রয়েছেন পাঁচজন। তারা হলেন- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম ও ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ। তারা পাঁচজনই লড়ছেন বামধারার রাজনীতিক দল লেবারের প্রার্থী হিসেবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক লেবার পার্টি হয়ে জয় লাভ করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। তিনি উত্তর-পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লড়ে টানা তৃতীয়বারের মতো জয় লাভ করলেন।

নির্বাচনে এবার তৃতীয় বারের মতো জয়লাভ করলেন রূপা হক। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে হ্যাটট্রিক জয়লাভ করেছেন তিনি।

সূত্রঃ কালের কন্ঠ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত