আসামে কার্ফু ভেঙে রাজপথে জনতা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১৬:১৯

সাহস ডেস্ক

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে আসাম ও ত্রিপুরা। এদিকে, আসামে কার্ফু ভেঙে রাস্তায় নেমে এসেছে হাজারো জনতা। বিক্ষোভ থামাতে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতেই জায়গায় জায়গায় বিক্ষোভ করছেন তাঁরা। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে স্লোগানও।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে জ্বলে উঠেছিল আসাম। কোনও সংগঠন ছাড়া সাধারণ মানুষ এবং ছাত্ররাই রাস্তায় নেমে এসেছিলেন সেই সময়। তবে এদিন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস)।

এমন পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা, গো এয়ার-সহ বেশ কিছু সংস্থা আসাম বিমানবন্দর থেকে তাদের একাধিক বিমানের উড্ডয়ন বাতিল করেছে। বাতিল করা হয়েছে বেশ কিছু বিমানের অবনমনও।

এদিকে, গতকাল ডিব্রুগড়ের ছাবুয়ার একটি রেল স্টেশন চত্বরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তিনসুকিয়ার পানিতোলা স্টেশন চত্বরেও আগুন ধরানো হয়। এরপর এদিন আসামে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত