নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ৭১ সেনা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৩০

সাহস ডেস্ক

নাইজারে একটি সামরিক ক্যাম্পে জঙ্গি হামলায় অন্তত ৭১ সেনা নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন বাহিনীর আরও সদস্য। তাছাড়া বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

এবার প্রায় শতাধিক জঙ্গি হামলাটি চালিয়েছে বলে মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়।

বুধবার (১১ ডিসেম্বর) শতাধিক ভারী অস্ত্রসহ মুখোশধারী জঙ্গিরা হামলাটি চালিয়েছে। যদিও এবার সেনাদের পক্ষ থেকেও জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া হয়। এতে সন্ত্রাসী গোষ্ঠীটির বেশকিছু সদস্য নিহত হয়েছে। তখন উভয় পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা যাবত লড়াই অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা সূত্রের দাবি, জঙ্গিরা ক্যাম্পটিতে বেশ কয়েকটি কামান থেকে গোলাবর্ষণ করেছে। মূলত গোলাবারুদ ও বোমার আঘাতেই অনেক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

তবে মর্মান্তিক এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন স্বীকার করেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত