যুক্তরাষ্ট্রে সৌদি সেনাদের প্রশিক্ষণ বন্ধ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৮

সাহস ডেস্ক

ফ্লোরিডার একটি নৌ ঘাঁটিতে সৌদি বিমানবাহিনীর একজন লেফটেন্যান্টের গুলিতে তিন মার্কিন নাবিক প্রাণ হারান। এই ঘটনার জেরে সৌদি আরবের সব সামরিক সদস্যের প্রশিক্ষণ দেওয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি আরবের সব সামরিক সদস্যের প্রায়োগিক প্রশিক্ষণ বন্ধ থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সিএনএন জানিয়েছে, পেন্টাগনের এ ঘোষণা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিতে আসা সৌদি সামরিক সদস্যদের কার্যক্রমের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। এর ফলে ‘সেইফটি স্ট্যান্ড-ডাউন’ অবস্থায় থাকবে যুক্তরাষ্ট্রে থাকা সৌদি আরবের সামরিকবাহিনীর ৩০০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী পাইলট।

এ দিকে এই সিদ্ধান্ত সৌদির পদাতিক বাহিনীর সদস্য ও প্রশিক্ষণে থাকা অন্যান্যদের ক্ষেত্রেও কার্যকর হবে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে পাঠ্যক্রমের মতো ক্লাশরুম প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত