‘ইসরাইলি আগ্রাসনের কঠোর দাঁতভাঙা জবাব দেবে ইরান’

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৪

সাহস ডেস্ক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ‘ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের ওপর কোনো রকমের আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়- তা হলে তেহরান এমন জবাব দেবে যাতে দখলদার রাষ্ট্রটি তার অপকর্মের জন্য অনুশোচনা করে।’

০৯ ডিসেম্বর (সোমবার) ইসরাইলের দুজন মন্ত্রী সম্প্রতি তেহরানের ওপর হামলার হুমকি দিয়েছিল, তার জবাবে এ কথা বলেন আব্বাস মুসাভি।

আব্বাস মুসাভি বলেন, ‘ইরান তার সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য ইসরাইলি হামলার জবাব দিতে একটুও দ্বিধা করবে না এবং এক মুহূর্তের জন্য আপস করবে না। এ ধরনের আগ্রাসনের কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে ইরান।’

ইসরাইলের যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত রবিবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। ইসরাইলের চারপাশে ইরান সামরিক স্থাপনা তৈরির চেষ্টা করছে বলে তিনি জানান, ‘ইরান এরই মধ্যে লেবাননে ঘাঁটি করেছে এবং সিরিয়া ও গাজাসহ আরও কয়েকটি এলাকায় ঘাঁটি গড়ার চেষ্টা করছে।’

নাফতালি বেনেত আরও বলেন, ‘আমরা ইরানকে বলতে চাই– সিরিয়া হবে আপনাদের জন্য ভিয়েতনাম।’

এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের ওপর সামরিক অভিযানের হুমকি দিয়ে তিনি বলেছিলেন, ‘রেডলাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরবের সহায়তা নিয়ে ইরানের ওপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত