আগামী বছরের হজ্জ পালনে ইরান-সৌদির সমঝোতা স্বাক্ষর

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:০৪

সাহস ডেস্ক

আগামী বছরের হজ্জকে সামনে রেখে একটি যৌথ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান ও সৌদি আরব।

গত ০৮ ডিসেম্বর (রবিবার) রিয়াদে আলাপ-আলোচনা শেষে সৌদি আরবের হজ্জ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এবং ইরানের হজ ও জিয়ারত সংস্থার প্রধান আলি রেজা রাশিদিয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তির পর ইরানের আলি রেজা রাশিদিয়ান বলেন, ‘এতে ইরানের হজ্জযাত্রীদের মর্যাদা, নিরাপত্তা ও শান্তি সুরক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘২০১৫ সালে মিনায় ইরানি হজ্জযাত্রী নিহতের বিষয়টি নিয়ে সৌদি আরবের মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

তবে আগামী বছর কতজন ইরানি হজ্জযাত্রী সৌদি আরবে যাওয়ার অনুমতি পাচ্ছেন, তা খোলাসা করেননি রাশিদিয়ান।

তবে গত সপ্তাহে তিনি বলেছিলেন, ‘সৌদি আরবের সঙ্গে বৈঠকে ইরানি হজ্জযাত্রীর কোটা বাড়ানোর দাবি জানাবেন। গত বছর প্রায় সাড়ে ৮৮ হাজার ইরানি হজ্জ পালন করেন।’

২০১৫ সালে সৌদি বাদশাহ পরিবারের অতিথিদের গাড়িবহরের জন্য রাস্তা বন্ধ রাখার কারণে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা ও পদপিষ্ট হয়ে ৪৬৪ ইরানিসহ ৩৬ দেশের প্রায় আড়াই হাজার মানুষ প্রাণ হারান।

অবশ্য সৌদি কর্তৃপক্ষ দাবি করে, নিহতের সংখ্যা সর্বসাকল্যে ৭৭০ জনের মতো। কিন্তু ইরানের দাবি, ওই দুর্ঘটনায় অন্তত চার হাজার ৭০০ মানুষ প্রাণ হারান।

খবর- সৌদি গেজেট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত