নিউজিল্যান্ডে ফুঁসে উঠেছে আগ্নেয়গিরি, নিহত ১

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৪০

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের হোয়াইট আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত হয়েছেন একজন। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) স্থানীয় বেলা ২টা ১১ মিনিটে হঠাৎ করেই নর্থ আইসল্যান্ডের ওই আগ্নিয়গিরি থেকে লাভা লাভা উদগিরণ হতে শুরু করে। এ সময় ওই দ্বীপে প্রায় ১০০ জনের মতো পর্যটক অবস্থান করছিলেন।

ইতিমধ্যে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হোয়াইট আইসল্যান্ড থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও সেখানে আরো ২৪ জনের বেশি পর্য আটকা পড়ে আছেন বলে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় মেয়র নিজেও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় ‘আহতের’ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে স্থানীয়দের ঘরের মধ্যে অবস্থান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন জানিয়েছেন, প্রায় শতাধিক লোক অগ্ন্যুৎপাতের সময় ওই এলাকায় অবস্থান করছিলেন। অনেকে বের হয়ে এলেও, কিছু লোক নিখোঁজ রয়েছেন।

তবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় কোনো ফ্লাইট বিলম্ব বা বাতিল করা হয়নি বলে জানিয়েছে জাতীয় পতাকাবাহী ক্যারিয়ার এয়ার নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত