‘সী মোরগ’ ড্রোন উন্মোচন করল ইরান

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৫:১৫

সাহস ডেস্ক

ইরানের নৌবাহিনী যুদ্ধ উপযোগী নতুন এক ড্রোন উন্মোচন করেছে। সী মোরগ নামের এ ড্রোনটির ২৪ ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে এবং ড্রোনটি আটটি বোমা বা স্মার্ট মিসাইল বহন করতে সক্ষম।

শনিবার (০৭ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বের উপকূলীয় কোনারাক শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসাইন খানজাদি এ ড্রোন উন্মোচন করেন।

ইরানের শাহেদ-১২৯ সিরিজের এ ড্রোনটি সর্বোচ্চ ২৫ হাজার ফুট উচ্চতায় ১ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম।

এ অঞ্চলে শত্রুর পদক্ষেপ পর্যবেক্ষণের জন্য ইরানের সাবমেরিন ও ড্রোনের মতো বিশেষ সরঞ্জামের প্রয়োজন বলে জানিয়েছেন খানজাদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত