দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৩

অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির একটি কারখানায় আগুন লেগে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছে। প্রায় ৩০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই কারখানা থেকে এখন পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভেতরে আরও অনেকেই আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এদিকে স্থানীয় এলএনজেপি হাসপাতালসহ অন্যান্য চিকিৎসাসেবা কেন্দ্রে সকাল থেকেই পোড়া মানুষের হাহাকারে পরিবেশ ভারী হয়ে উঠেছে।