নিয়ন্ত্রণের বাইরে অস্ট্রেলিয়ার দাবানল

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৫

সাহস ডেস্ক

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দাবানল এখন সিডনিতেও ছড়িয়ে পড়ছে। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে দেশটির এক অগ্নি নির্বাপণ কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, সিডনি শহর থেকে গাড়িতে মাত্র এক ঘণ্টার পথের দূরত্ব দাবানল কবলিত এলাকার। গসপার্স মাউন্টেনে আগুন বিপজ্জনক অবস্থায় থাকায় ওই অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস)।সেখানকার প্রায় ২ লাখ ৩০ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

গত মঙ্গলবার দাবানলের সূত্রপাত হয়।ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক এলাকার ৩০ হেক্টরের বেশি এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তবে, অনেকে ক্ষেত্রে আগুনের আকার ভয়ংকর মাত্রার হয়ে উঠছে। জরুরি সতর্কতা সংকেত দিতে হচ্ছে দমকল বাহিনীকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত