ভারতে অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:২৩

সাহস ডেস্ক

ভারতের সব রাজ্যে অনলাইনে ওষুধ বিক্রি নিষিদ্ধের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এরই মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

অনলাইনে অনিয়ন্ত্রিত বিক্রির ফলে ওষুধের অপব্যবহার বাড়তে পারে, এমন অভিযোগ তুলে একটি পিটিশন দায়ের করেন ভারতের চিকিৎসকরা। পিটিশন শুনানির পর গত ডিসেম্বরে দিল্লি হাইকোর্ট সাময়িকভাবে অনলাইন বিক্রি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দেন।

কেন্দ্রীয় সংস্থা চলতি বছরের শুরুতে রাজ্যগুলোকে আদালতের নির্দেশ মেনে চলতে বলে। একই সঙ্গে সব কর্তৃপক্ষের কাছে একটি অনুস্মারক জারি করা হয়।

বাঙ্গারুরাজন জানান, রাজ্যের ড্রাগ কন্ট্রোলাররাই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, তাদেরই এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে যদি কেউ এ কাজ করে (অনলাইনে ওষুধ বিক্রি), তবে ড্রাগ কন্ট্রোলারদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রয়টার্সের হাতে আসা এক নথি অনুসারে, ২৮ নভেম্বর ভারতের সব রাজ্যে সিডিএসসিওর নির্দেশনামা প্রেরণ করা হয়েছে। তবে রাজ্যগুলো পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত