ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৫

অনলাইন ডেস্ক

নতুন একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (৬ ডিসেম্বর) নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তেল আবিব।

এদিকে ইরান দাবি করেছে, ইসরায়েলের নতুন এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটিতে এ পরীক্ষা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এ পরীক্ষা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। নতুন এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

শনিবার (৭ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, পরমাণু বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসরায়েল। আর এ ক্ষেত্রে তাদের লক্ষ্য ছিল ইরান।

অবশ্য যে পরীক্ষাটি চালিয়েছে সেটার ধরন ও প্রকৃতি সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।