মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৬২ শরণার্থীর

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৫

সাহস ডেস্ক

মৌরিতানিয়ার উপকূলে ইউরোপে অভিবাসন প্রত্যাশী শরণার্থী বহনকারী এক নৌকা ডুবে ৬২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, একটি নৌকায় ১৫০ জনের মত যাত্রী গাম্বিয়া থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছিল। পথে এর জ্বালানি শেষ হয়ে গেলে নৌকাটি মৌরিতানিয়া উপকূলে ডুবে যায়।

মৌরিতানিয়া উপকূলের নোয়াযিয়ু শহরে নৌকাটির বেঁচে যাওয়া যাত্রীরা অবস্থান করছে। আহতদের নোওযিয়ু শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নৌকার বেঁচে যাওয়া যাত্রীরা জানান, তারা গাম্বিয়া থেকে ২৭ নভেম্বর রওনা করেছিলেন।

আইওএমের মতে, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে গাম্বিয়া থেকে ৩৫ হাজার লোক ইউরোপে পাড়ি জমিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত