ফিলিপাইনে টাইফুন কাম্মুরির আঘাতে নিহত ১৭

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩

সাহস ডেস্ক

ফিলিপাইনে ক্যাটাগরি-৪ মাত্রার টাইফুন কাম্মুরির আঘাতে ১৭ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি। ঘরছাড়া হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

বুধবার (০৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, চলতি সপ্তাহে প্রবল ঝড়ো বাতাসের জন্য সতর্কতা জারি করা প্রায় একশ’ এলাকার মধ্যে ১০টি এলাকা থেকে বুধবার সতর্ক বার্তা তুলে নেওয়া হয়েছে।

জানা গেছে, শুধু বিকল এবং তাগালগ অঞ্চলেই কৃষিখাতে অন্তত আটশ’ মিলিয়ন পেসস (ফিলিপিনি মুদ্রা) সমমূল্যের ক্ষতি হয়েছে, যা প্রায় ১৫ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

এছাড়া টাইফুন আক্রান্ত এলাকাসহ ম্যানিলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশকিছু অঞ্চলে রাস্তা ও সেতু বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত