নিজস্ব বিমান উদ্বোধন করল ইরান

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:২২

সাহস ডেস্ক

ইরানের নৌবাহিনীতে নিজেদের তৈরি তিনটি গোয়েন্দা ও প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে। ‘চাকাভাক’ নামের অতি হালকা এই বিমান এক ইঞ্জিনবিশিষ্ট এবং এতে দুটি আসন রয়েছে।

নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি মঙ্গলবার (৩ নভেম্বর) এসব বিমান উদ্বোধন করেন।

তিনি জানান, এসব বিমানের গতিবেগ ঘণ্টায় ২৮০ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় টানা সাড়ে চার ঘণ্টা উড়তে পারে।

জানা গেছে, ইরানি বিশেষজ্ঞরা এসব বিমান তৈরি করেছেন এবং নিজেরা তৈরি করার কারণে প্রতি বিমানে ইরানের সাশ্রয় হয়েছে ১ লাখ ৯৫ হাজার ইউরো।

এর আগে গত ৩০ নভেম্বর ইরানের নৌবাহিনী নিজস্ব প্রযুক্তির উন্নত ড্রোন উদ্বোধন করেছে। এটি যে কোনো যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন এবং সমুদ্রসীমা পর্যবেক্ষণে সক্ষম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত