x

এইমাত্র

  •  হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যু

‘কোনো কারণ ছাড়াই মুসলমানদের ঘৃণা করে’

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ২০:৩৮

সাহস ডেস্ক

মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ মোহাম্মদ আল-ইসা বলেছেন, ‘অতি ডানপন্থীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। অনেকে আছেন, কোনো কারণ ছাড়াই মুসলমানদের ঘৃণা করেন। উগ্র-ডানপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারের নেতৃত্ব দিচ্ছে।’

সোমবার (২ ডিসেম্বর) রিয়াদে সৌদি গণমাধ্যম ফোরামের প্রথম দিনে ইসলামবিদ্বেষ মোকাবেলায় সংলাপে গুরুত্ব দিতে সবাইকে জোর দেয়ার কথা জানিয়েছেন আল-ইসা।

আল-ইসা বলেন, ‘তাদের বোঝানো কঠিন হবে। তবুও সংলাপকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এটাই ফলপ্রসূ হতে পারে। মুসলমান ও ইসলামী সংগঠন হিসেবে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার চিত্র আমাদের তুলে ধরতে হবে।’

তিনি বলেন, ‘ইসলামকে ঘৃণা করেন– এমন লোকদের সঙ্গে আমরা অধিবেশনে বসেছি। কিন্তু আমাদের স্বচ্ছতা ও আলোচনার পর তাদের আমরা ভালো বন্ধু বলি। কাজেই আলোচনা খুবই প্রাসঙ্গিক।’

তিনি বলেন, ‘কিছু উগ্রপন্থী লোক ইসলামের বিরোধিতা করেন। ইসলাম সম্পর্কে তাদের জানাশোনা থেকেই এই বিরোধিতা তৈরি হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করা সহজ। বহু ইউরোপীয় দেশে তাদের দেখা যায়। অভিবাসনের ফল ও জনমিতি পরিবর্তন নিয়ে তারা শঙ্কিত।’

তিনি বলেন, ‘সহাবস্থানের ক্ষেত্রে একটি বিষয় ঝামেলা তৈরি করছে। সেটা হল, অমুসলিম দেশগুলোতে কিছু ইসলামিক আইন প্রয়োগ করা সম্ভব না।’

আল-ইসা আরো বলেন, ‘সেসব দেশে বসবাস করা মুসলমানদের আমি বলবো, নিজ দেশের আইন, সংস্কৃতি ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’

ইসলামবিদ্বেষ উসকে দিতে গণমাধ্যম ও চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করে এক্ষেত্রে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের এই সেক্রেটারি।

খবর- দৈনিক আরব নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত