x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬১১ জন, মৃত ৩২ জন
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৭ লাখ ২৪ হাজার, আক্রান্ত ১ কোটি ৯৫ লাখেরও বেশি

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৪

সাহস ডেস্ক

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্তে এখন পর্যন্ত অন্তত ৩ জন উদ্ধারকর্মীর নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার (১ ডিসেম্বর) বিকালে অঞ্চলটির বন্দর নগরী মারসেইতে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের মতে, গত এক সপ্তাহে চলা ভারী বর্ষণের ফলে উপকূলীয় অঞ্চলটিতে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত এই বন্যা দুর্গতদের সহায়তা ও উদ্ধারকাজ পরিচালনার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলেই হেলিকপ্টারে থাকা উদ্ধারকর্মীদের মৃত্যু হয়। তাছাড়া এ দিন বন্যার পানিতে ডুবে অন্তত দুইজনের প্রাণহানি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত