x

এইমাত্র

  •  হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যু

সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করল ইয়েমেন (ভিডিও)

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১৭:১৩

সাহস ডেস্ক

ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করা হয়। দেশটি হেলিকপ্টার ধ্বংসের এই ভিডিও প্রকাশ করেছে।

গত শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের ওই হেলিকপ্টার ধ্বংস করা হয়।

ইয়েমেন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট প্রাণ হারিয়েছেন। ক্ষেপণাস্ত্রের সাহায্যে একে ধ্বংস করা হয়।’

ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তা সৌদি হেলিকপ্টারকে আঘাত হানে। এ সময় ইয়েমেনের যোদ্ধারা সমবেত কণ্ঠে ইসরাইল ধ্বংস হোক এবং আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দিতে থাকেন।

খবর- সিনহুয়া ও আলজাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত