ইসরাইলে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫০

সাহস ডেস্ক

অর্থ লোপাটের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন এমন দাবি করে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেলআবিব।

শনিবার (৩০ নভেম্বর) রাতে বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার-হাজার বিক্ষোভকারী এমনটাই জানা গিয়েছে ইসরাইলি গণমাধ্যম হারেতজের এক প্রতিবেদনে।

বিক্ষোভকারীদের দাবি, অর্থ লোপাটের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু। অবিলম্বে তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে খাদের কিনারে ইসরাইলের ভাবমূর্তি এমন অভিযোগও তাদের।

তিনটি দুর্নীতি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু ইসরাইলের পাঁচবারের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।

তবে অপরাধ প্রমাণিত বা শাস্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই দেশটির সংবিধানে। কিন্তু সব অভিযোগ উড়িয়ে দিয়ে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত