সিয়াচিনে তুষার ধসে নিহত ভারতীয় ২ সেনা

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১৪:০৬

সাহস ডেস্ক

সিয়াচিন হিমবাহে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় সেনাবাহিনীর একটি টহলদারি দল তুষারপাতের কবলে পড়ায় ভারতীয় ২ সেনা সদস্য নিহত হয়েছেন।

তুষার ঝড়ের পরে উদ্ধারকারী দল দ্রুত সেনাদের উদ্ধার করতে নেমে পড়েন এবং তাদেরকে বরফের মধ্যে থেকে বের করে আনতে সমর্থ হন। হেলিকপ্টারের সাহায্যে আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলেও দুই জনের জীবন বাঁচানো যায়নি।

কারাকোরাম পর্বতমালার ২০ হাজার ফুট উঁচুতে রয়েছে সিয়াচিন হিমবাহ। এটিই সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত