ভূমিকম্পে বিধ্বস্ত আলবেনিয়া, নিহত অর্ধশতাধিক

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৯

অনলাইন ডেস্ক

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত অর্ধশতাধিক। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ছয় শতাধিক লোক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। রাজধানী তিরানা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরবর্তী বন্দর নগরী ডারেসে এটির উৎপত্তিস্থল ছিল।

ভয়াবহ এই ভূমিকম্পের ফলে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কর্মীরা এখন পর্যন্ত ৫১টি মরদেহের সন্ধান পেয়েছে। হতাহতের সংখ্যা বেশি থাকায় সামনে এই নিহতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শক্তিশালী এই ভূমিকম্পের কারণে আলবেনিয়ার তিনটি প্রধান শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরগুলো হলো- রাজধানী তিরানা, লেঝে এবং ডারেস।