ইসরায়েলের আকাশসীমায় লেবাননের ড্রোন

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ১৮:৩০

অনলাইন ডেস্ক

ইসরায়েলের আকাশসীমায় লেবাননের একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রবেশ করে আবার ফিরে গেছে।

তবে ড্রোনটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করার পর কতক্ষণ অবস্থান করেছে সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি তারা।

শুক্রবার (২৯ নভেম্বর) লেবাননের একটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। তবে কিছুক্ষণ পরেই আবার লেবাননের দিকে ফিরে গেছে ড্রোনটি।

এর আগে গত মাসে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, তাদের একটি ড্রোন লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে আরব এই দেশটির সেনাবাহিনী।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের টানাপোড়েন এখন তুঙ্গে। এর মধ্যেই এসব ঘটনা ঘটল।

সূত্র: পার্সটুডে