দক্ষিণ আফ্রিকায় মেট্রোরেলে আগুন, পুরে গেছে ১৮টি বগি

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ১৮:৪৯

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে মেট্রোরেলে আগুন লেগে ৯ রেলের ১৮টি বগি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বন্ধ হয়ে গেছে জোহানসবার্গসহ পুরো দেশের রেল যোগাযোগ।

বুধবার (২৭ নভেম্বর) রাতে রেল স্টেশনের একটি রেল থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হলে এ ঘটনা সংঘটিত হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, কেপটাউন ট্রেন স্টেশনে বগিতে আগুন লাগার কারণে আজ সকালে এই অঞ্চলের পুরো ট্রেন পরিষেবা স্থগিত হয়ে গেছে।

যে কারণে কেপটাউনের সঙ্গে জোহানসবার্গসহ পুরো দেশের রেল ব্যবস্হা বন্ধ রয়েছে। ৯ থেকে ১৬ টি প্ল্যাটফর্ম আগুনে পুড়ে গেছে।

মেট্রোরাইলের মুখপাত্র রিয়ানা স্কট বলেছেন, প্ল্যাটফর্মগুলির এক থেকে আট জন এখন দক্ষিণ এবং কেপ ফ্ল্যাট থেকে ট্রেনের ব্যবস্থা করবে এবং প্ল্যাটফর্মগুলি ২০ থেকে ২৪ পর্যন্ত উত্তর এবং ল্যাভিস্টাউন থেকে ট্রেনের জন্য উপযুক্ত হবে।

অঞ্চলটি এখনও লকডাউনের অধীনে। আইন প্রয়োগকারী এবং তদন্তকারী দলগুলি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর নতুন করে রেল সংযোগ পূর্ণ স্থাপিত করা হবে।