লাওসে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৯, ১৩:০১

সাহস ডেস্ক

লাওসের উত্তরাঞ্চলীয় জায়াবুরি প্রদেশের হংসা জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাতে হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে থাইল্যান্ড ও লাওসের উত্তরাঞ্চলের মাঝামাঝি হংসা ও সীমান্ত এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে জানা গেছে যে এ জেলায় ভূমিকম্পে ১৩টি ভবন ও চারটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুই জন আহত হয়েছেন।

হংসা জেলা দপ্তরের পরিচালক লায়ি ওনসোম্বুন জানান, অনেক ঘরবাড়ির দেয়াল ভেঙ্গে পড়েছে। এখন ক্ষতির পরিমাণ নিরূপন করছি। তবে কিছু গ্রামের ক্ষতির খবর আমরা এখনো হাতে পাইনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত