বিশ্ব মানচিত্রে যোগ হচ্ছে নতুন দেশ বুগেনভিলে

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৯, ১২:২২

সাহস ডেস্ক

বিশ্বের মানচিত্রে যোগ হতে যাচ্ছে আরেকটি নতুন দেশ বুগেনভিলে। শিগগিরই স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপরাষ্ট্রটি।

শনিবার (২৩ নভেম্বর) স্বাধীনতার প্রশ্নে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেখানে ভোট পড়লে এটি হবে বিশ্বের ১৯৬তম স্বাধীন দেশ। খবর ‘বিবিসি’

গণভোটে সেই সিদ্ধান্ত নেবেন দেশটির জনগণ। পর্যবেক্ষকদের ধারণা, তিন-চতুর্থাংশ ভোটই স্বাধীনতার পক্ষে পড়বে।

বুগেনভিলে নামক এই দ্বীপরাষ্ট্রটির জনসংখ্যা দুই লাখ সাত হাজার। ফরাসি এক অনুসন্ধানকারী ১৮ শতকে এই দ্বীপপুঞ্জটির খোঁজ পান। প্রথম বিশ্বযুদ্ধের সময় বুগেনভিলের দখল নেয় অস্ট্রেলিয়া।

বুগেনভিলের গণভোটের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও চীন। প্রাকৃতিক সম্পদে ভরপুর বুগেনভিলের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক জোরদারে মনোযোগী চীন সরকার। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত