ইরানে বিক্ষোভে নিহত ১০৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১৪:১৩

সাহস ডেস্ক

ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে গোটা দেশের ১০৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করেছে যুক্তরাজ্যভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটি। কেননা কোনো কোনো প্রতিবেদনে ২ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হাতহতদের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরান সরকার।

কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ পেট্রলের দাম বাড়ানোয় বিক্ষোভে নামে ইরানের সাধারণ মানুষ। একপর্যায়ে এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত