কাশ্মীরে ফের ঘুরছে ট্রেনের চাকা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১১:৪৬

সাহস ডেস্ক

টানা তিন মাসেরও অধিক সময় যাবত বন্ধ থাকার পর অবশেষে ঘুরতে শুরু করেছে উপত্যকাটির ট্রেনের চাকা। রবিবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজ্যের শ্রীনগর-বানিহাল রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়।

দীর্ঘ বিরতির পর রবিবার সকালে রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে যাত্রীবাহী এই ট্রেন ছেড়ে যায়। এ সময় দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন স্টেশন হয়ে ট্রেনটি সম্পূর্ণ নিরাপদে বানিহাল এসে পৌঁছায়।

সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে ফিরোজপুরের বানিহাল–বারামুল্লা–বানিহাল পর্যন্ত আরও তিনটি জোড়া ট্রেন চালুর কথা রয়েছে। যদিও নিরাপত্তার স্বার্থে প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্তই চালু থাকবে এই রেল চলাচল।

উল্লেখ্য, চূড়ান্ত উত্তেজনার মধ্যেই বিভক্ত করা হয়েছে ভূস্বর্গ খ্যাত ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে। গত ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিকে পৃথক করা হয়। যেখানে জম্মু ও কাশ্মীরকে একসঙ্গে এবং চীন সীমান্ত সংলগ্ন লাদাখ উপত্যকাকে অন্য অংশে বিভক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত