উত্তাল ইরানে বাড়ছে নিহতের সংখ্যা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৩:২৪

সাহস ডেস্ক

জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রতিবাদে উত্তাল ইরানের সিরজান শহরে বাড়ছে নিহতের সংখ্যা।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজপথে নেমে তীব্র বিক্ষোভ করে সাধারণ মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।

জানা যায়, সরকারি ঘোষণায় রেশন হিসেবে দেওয়া লিটার প্রতি পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর কথা জানায় কর্তৃপক্ষ। তাছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোল ক্রয় করার জন্যও বলা হয়।

সরকারের পক্ষ থেকে এই ঘোষণার পরই দেশজুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। ফলে বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন হাজার হাজার জনগণ।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি এমনিতেই চাপের মুখে রয়েছে। এ সংকট কাটাতেই সরকারি রেশন কাটছাঁটের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। আর এ ঘোষণার রাতেই রক্তাক্ত হয় সিরজানের রাজপথ। 

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত