‘ভারতের সঙ্গে যুদ্ধ নয়, শান্তি চায় পাকিস্তান’

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ১৭:৫৯

সাহস ডেস্ক

পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যুদ্ধ নয়, বরং একসঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চান প্রধানমন্ত্রী ইমরান খান। ভবিষ্যতে কোনো ধরনের যুদ্ধে জড়াবে না বলে মন্তব্য করেন তিনি।

ইমরান খান বলেন, পাকিস্তান গত চার দশকের পররাষ্ট্রনীতি থেকে শিক্ষা পেয়েছে। আর দেশটি আগামীতে কারও সঙ্গেই কোনো যুদ্ধে জড়াবে না।

এ সময় আঞ্চলিক শান্তির জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন বলে উল্লেখ করেন ইমরান খান। তিনি বলেন, ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত। কিন্তু আমরা চাইলে একসঙ্গে দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে পারি।

ইমরান বলেন, পাকিস্তান কখনোই অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষায়, ভারত কোন দিকে এগোচ্ছে কিংবা তারা কী করতে চাচ্ছে তা কেউ জানে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত