শ্রীলঙ্কার চলছে ভোটগ্রহণ

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ১১:৫৪

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায়  প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

‘বিবিসি নিউজ’ জানায়, লঙ্কান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। যে কারণে এবার প্রভাবশালী দুই রাজনৈতিক পরিবারের সদস্য সাজিথ প্রেমাদাসা ও গোতাবায়া রাজাপাকসের মধ্যে মূল লড়াইটি দেখা যাচ্ছে।

টানা ১০ ঘণ্টা যাবত চলা এই ভোটকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে দ্বীপরাষ্ট্রটিকে। এবার মোট ২২টি নির্বাচনি জেলার প্রায় ১২ হাজার ৮৪৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী সাজিথ হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে। এদিকে বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের (এসএলপিপি) প্রার্থী গোতাবায়ে হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই।