ইসরায়েলের স্কুল বন্ধের ঘোষণা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ১৮:৪১

সাহস ডেস্ক

ফিলিস্তিনি রকেটের ভয়ে গাজার সীমান্তবর্তী সব ইসরায়েলি স্কুল বন্ধ ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। শিক্ষক ও শিক্ষার্থীদের আতঙ্কের এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

কয়েকদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি হলেও শুক্রবার আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়।

যুদ্ধবিরতি হলেও সেটি লঙ্ঘন করছে ফিলিস্তিন। মাঝে-মধ্যেই ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে তারা। এই কারণেই গাজা সীমান্তে সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়। এ সময় ফিলিস্তিনকে লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ৪৫০টিরও বেশি রকেট ছোঁড়ে ফিলিস্তিনিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত