ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ১৩:৪২

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। এই ভূমিকম্পের কারণে ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যরাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশ। ইতোমধ্যে অঞ্চলটি থেকে লোকজনকে অন্যত্র উঁচু জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির টেরনেট শহর থেকে ১৩৯ কিলোমিটার উত্তরপশ্চিমে। এর গভীরতা ছিল ৪৫ কিলোমিটার।

এখন পর্যন্ত হাতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

তবে ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। তবে দূরবর্তী অঞ্চলগুলোতে সুনামির কোনো সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত